ভারতীয় ন্যায় ও তার প্রয়োজনীয়তা একটি প্রতিবেদন

Authors

  • গণেশ দাস

DOI:

#10.25215/9198924044.18

Abstract

ভারতীয় দর্শনে “Logic” শব্দটি বলতে কি বোঝায়, সেটা জানার পূর্বে , আমরা জেনে নেব পাশ্চাত্য দর্শনে Logic বলতে কি বোঝায় । পাশ্চাত্য দর্শনে Logic শব্দটির দ্বারা তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যাকে বোঝানো হয়ে থাকে । ইংরেজী “Logic” শব্দটি এসেছে গ্রীক শব্দ ‘Logos’ থেকে যার অর্থ হল ‘চিন্তা’ বা ভাষা । এ থেকেই বোঝা যায় যে চিন্তা এবং ভাষার মধ্যে ঘনিষ্ঠ সম্বন্ধ আছে।প্রকৃত পক্ষে ভাষার মাধ্যমেই আমরা চিন্তাকে প্রকাশ করি। সুতরাং ‘Logic’ বা তর্কবিদ্যা হল ভাষায় ব্যক্ত চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। এখন চিন্তা বলতে আমরা কি বুঝি ? – চিন্তা শব্দটি অত্যন্ত ব্যাপক। আমাদের চিন্তা বহু প্রকারের : যথা – সংবেদন,স্মৃতি, কল্পনা, ধারনা, নির্ণয়ক ও অনুমান। তর্কবিদ্যায় চিন্তা বলতে – ‘বিচার করা’ বা ‘তর্ক করা’ বা অনুমান (Reasoning)কে বোঝায়। কিন্তু ভারতীয় দর্শনে আমরা ‘Logic’ (যুক্তি) শব্দটির দ্বারা ‘অনুমান, যুক্তি বা তর্ককে’ বুঝবো। চার্বাক ছাড়া সকল ভারতীয় দর্শন সম্প্রদায় (বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত) অনুমানকে স্বতন্ত্র প্রমান রুপে স্বীকার করেছেন এবং সেই সঙ্গে অনুমানের প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন ।

Metrics

Metrics Loading ...

Published

2024-05-09

How to Cite

গণেশ দাস. (2024). ভারতীয় ন্যায় ও তার প্রয়োজনীয়তা একটি প্রতিবেদন. Redshine Archive, 12(7). https://doi.org/10.25215/9198924044.18